তুমি কোমলীকা-প্রথমা যৌবনীকা
মনোহরিণী-রূপসী-প্রণয়ের রাধিকা,
গোধূলি প্রতিভা-বিলাসী মাধবীলতা
অচেনা কুমারী; তুমি যে অপরিচিতা।


আমিও বিমোহিত আবেগে আচ্ছন্ন
তবো সাক্ষাতে মম এই মহীরূহ ধন্য,
সদা স্মৃতিকাতরতা-অবান্তর কল্পনা
হৃদয়ে আঁকে স্বপ্ন, সুখের আলপনা।


মিছে অভিমান ঠোঁটে গুন-গুন গান
আরশি-বিলাপ আমি বলিষ্ঠ-বলবান,
উদাসীন মন, জাগে আবেগ অকারণ
ইচ্ছে ঘুড়ি;এ বয়স শোনে না বারণ।


আজি আমি মজনু-রোমিও-ফরহাদ
নির্ভীক; পরোয়া নেহি 'কো অপবাদ,
দিতে পারি জান; তব তরে কোরবান
পেরিয়ে শত সহস্র বাঁধা-ঝড়-তুফান।


এতে শুধু ক্ষয়,সৌর্য-বীর্যের অপচয়
জীবনী শক্তির অবমূল্যায়ন নিশ্চিয়,
মহাকালের গহ্বরে অকাল বলিদান
স্তম্ভিত ব্যথিত আগামী দিনের প্রাণ।


অন্দরে বাঁধিলে আবেগী মন-অন্তর
তেজস্বী বীর অপেক্ষারত সুবর্ণ স্তর,
আসবেই ; আসবে সেই মহেন্দ্রক্ষণ
হবে-ই দু'টি হৃদয়ের পবিত্র মিলন।


------------------------------
নিজ বাড়ি
ভুয়াপুর,
টাংগাইল।
৬এপ্রিল,২০২১