আমাদের এই সমাজ
যেন বিভ্রান্তির দেরাজ।
ঘরে ঘরে আজ সদা বিদ্রোহ
সমাজে বিশৃঙ্খলা নিত্য অহরহ।
এ সমাজ হিংসার দাবানলে
সংসার ভাঙার ঝড় তোলে।
আধুনিকতার নামে চলে বেহায়াপনা
আদৌ কি এ সমাজে কেউ কারো আপনা?
এখানে নারী-পুরুষের অবাধ  মেলামেশা
রেস্টুরেন্ট আর পার্কে দেখা মেলে হরহামেশা।


এ সমাজ তো আমার কাম্য ছিল না
ফিরিয়ে দাও সেই পর্দার শামিয়ানা।
যেখানে নারী সুরক্ষিত
যেমন ঝিঁনুকে মুক্তো।
যেখানে পুরুষ হবে বীর, সততার ধারক
ধর্মের বাণী হবে এই সমাজের নির্ধারক।
যেখানে সত্য স্বাধীনতা হবে বাস্তবায়ন
ন্যায়ের পথে সুখ-সমৃদ্ধি আনয়ন।
যেখানে থাকবে গুণীজনের কদর
জ্ঞানী জন পাবে মর্যাদার চাদর।।
চেষ্টা আর শ্রমই হবে সাফল্যের চাবি
শ্রমহীন যোগ্যতা কেউ করবেনা দাবি।
যেখানে বিদ্যার ফলন আচরণে
শিক্ষক স্থান পাবে নন্দ কাননে।


আমাকে ফিরিয়ে দাও সেই সমাজ
যেখানে মিথ্যেরা সব, হবে নারাজ।