হৃদয়ে লালিত স্বপ্ন, গড়ে তোলে দূর্গ
দূর্ভেদ্য প্রাচীর,সংগ্রামে বিজিত স্বর্গ।


আমি এক মরুপথের উদ্যমী যাত্রী
অন্তরে অবারিত তৃষ্ণা,  তীব্র আকাঙ্ক্ষা,
চারিদিকে তপ্ত বালিকণা, খাঁ খাঁ রৌদ্দুর
কখনো বা মরুঝড়ে মূর্ছিত পদাঙ্করেখা।


দুর্গম পথ, পদে পদে অজানা বিপদ
মরিচীকা প্রণয়ে ফাঁদ পাতে তেপান্তর,
সম্মুখে আঁকে প্রতারণার মায়াজাল
তথাপি অনির্বাণ চিত্ত আপোষহীন অন্তর।


নক্ষত্রের রূপালি বৃষ্টিস্নাত ঐশী রাতে
জোৎস্না ফুলের সৌরভে অনন্ত সুখালাপে,
শতসহস্র কোটি আলোক বর্ষ পেরিয়ে
পৌছুবো টিকই সপ্ত আসমান সমীপে।