আমি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান
বুকে ধারণ করি অগাধ আত্ম-সম্মান।
আমাদের যদিও নেই আভিজাত্যের অহংকার
তবুও অন্যায়ের প্রতিবাদে দিতে পারি হুংকার।
আমাদের নেই দামী গাড়ি, নেই'কো টাকার গরম
আছে মানবপ্রীতি চরম আর মনুষ্যত্ববোধ পরম।


আমরা উচ্চবিত্তের সাথেও মিশি, কালচারটাও জানা
আবার নিম্নবিত্তের পাশে দাঁড়াতেও, নেই কোনো মানা।
কখনো কখনো রেস্টুরেন্টে বসেও কফি খাই
আবার,মোড়ের রহমত চাচার দোকানেও যাই।
সচরাচর বাসে বসেই যাতায়াত করতে  হয়
তাই সমাজের কোনো রূপই আমাদের  অচেনা নয়।
পকেট ফাঁকা জেনেও অনেক সময় আড্ডায় বসি
বন্ধুরা বায়না ধরলে কৌশল করে এড়িয়ে চলে আসি।


আমাদের জীবনে সুখ আছে, আছে অভিজ্ঞতা তিক্ত
আছে আবেগ, জীবনের বেগ, তাই ব্যথায় আঁখি সিক্ত ।
তবুও রোজ প্রভাতে হাসিমুখে,আবারও আঁকি নতুন গল্প
কারণ,আমাদের প্রাত্যাহিক জীবনে চাহিদা খুবই অল্প।