গায়ে জড়ানো সাদা অ্যাফরোন
গলায় ঝুলানো স্টেথোস্কোপ,
মোটা ফ্রেমের চশমা আটা চোখ
দিবা-নিশি ব্যস্ততার প্রকোপ।
লানস্ টাইমে ফুসরত মেলে না
সময়ে হয় না আহার,
হাত ঘড়িটাও কথা শোনে না
নিমেষেই হয় দিন পার।


চেম্বারে বসা এই ব্যস্ত মানব
ভুলে সন্তান-পরিবার,
কর্মটাকে আপন করে অনিমেষ
হয়েছেন মহান ডাক্তার।
মানবের সেবায় নিয়মিত সাহেব
ভুলে যান স্ত্রীর আবদার,
অভিমানী স্ত্রী রাত্রি জেগে তাই
নকশা বুনে ব্যথার।


সমাজের দায়িত্ববান ডাক্তার বাবু
সেবিতে দেশ ও জনতা,
উপেক্ষা করেন আপন শিশুকে
ভুলে যান সেও পিতা।
রাত্রি কাটে অপারেশন থিয়েটারে
নির্ঘুম চোখের পাতা,
নাস্তা সেরেই চেম্বারে বসতে হয়
নেই তাহার অলসতা।


ক্লান্তহীন রোগী দেখা;বলে দেওয়া
প্যারাসিটামল-মেট্রো-নাপা,
প্রেসক্রিপশনের বিচিত্র আয়োজনে
আবেগ পড়ে রয় চাপা।
হয়না সুযোগ, কভু অবকাশ যাপন
জীবনটা বদ্ধ দ্বার,
বিনোদন তাহার মানব সেবাতে-ই
কারণ সে ডাক্তার।


-১৭ এপ্রিল ২০২১
সৃষ্টি কমপ্লেক্স, টাংগাইল