সকাল আটটা থেকে একটা অবধি নন স্টপ ক্লাস
উবে গেছে সৈনকের প্রতি ছিলো যত আবেগ উচ্ছ্বাস
নন স্টপ ছয়টা ক্লাস আর প্রতি ক্লাসে নাম প্রেজেন্ট
মিস হলেই জরিমানা; হয়ে গেছি মেন্টাল প্রেশেন্ড


ফিজিক্সের সূত্রাবলি মনে যে থাকে না
ঘুমের মাথায় বাড়ি, আহা  কি যাতনা!
কোচিং থেকে পেয়েছি শটকার্ট ট্রিকক্স
লাগে বেশ ইজি যেন দুধভাত ফিজিক্স।


সাইন্সে নাই অহেতুক হিস্ট্রি
অল্পতেই কুপোকাৎ করে রসায়ন-কেমিস্টি
পর্যায় সারনির  মৌলগুলির বাহারি ধর্ম বৈশিষ্ট্য
ইন্টার মিডিয়েট লাইফটা করে তুলেছে অতিষ্ঠ


গণিতে আমি বরাবরই এক্সপার্ট
এক্সাম পেপারে লিখেছি সব শটকার্ট
সংযুক্ত কোনের ত্রিকোণমিতিক সূত্র অনুপাত
সরলরেখার কাল্পনিক প্রতিবিম্ব তৎক্ষনাৎ


বেটানি বোরিং নাই কোনো রস
জুয়োলজিতে আমি হিরো অলওয়েস বস
প্যাঁচ লাগে শুধু প্রাণি বৈচিত্র্য শ্রেণিবিন্যাসে
তাইতো রেজাল্ট কার্ডে ভোল্ট করে F লেখা আসে।


ইংরেজি পড়ার টাইম পাই কোথায়
দিনটা পেরিয়ে যায় প্রাইভেট টিউটরের বাসায়
আইসিটি যদিও ইজি সাবজেক্ট ব্যক্তি সুফলে
ল্যাব ক্লাসের রেগুলার চাপে স্বস্তি গেছে চলে


পরিশেষে বাংলা আমার ভীষণ পছন্দ
কবিতায় খুঁজে পাই জীবনের সুর ও  ছন্দ
অপরিচিতা আঠারো বছর বয়সে তাহারেই পড়ে মনে
সোনার তরী উৎসর্গ করি বিলাসর প্রতিদানে