কোনো এক উৎসবমুখর দিনে
আমাদের চিরচেনা সেই বিদ্যালয় প্রাঙ্গনে,
তোমার সাথে প্রথম পরিচয় ঘটে
সেদিনই আমি অভিভূত হয়েছিলাম বটে।
তোমার কথা বলার নান্দনিকতা      
বলতে অবকাশ রাখে না তোমার নম্রতা,
তোমার মৃদু-মুঁচকি একটু হাসি
সদাসর্বদা মম হৃদয়ে বাজায় সুখের বাঁশি।
তোমার লেখা নিপুন হস্তাক্ষর
মম হৃদয় ফ্রেমে লিখেছে তবো নাম সন্তোর,
অনন্য তোমার হেয়ার কাটিং
যেন সযত্নে করা কোনো ফটোগ্রাফ এডিটিং।
বলবো না তুমি মৃদু ভাষী
কথা বলতে তুমি পাকা, কথার মাঝেই হাসি।
গড়নে  যদিও হেংলা-পাতলা
তবে অসম্ভব দুরন্ত যেন পাহাড়ী ঝর্ণা চঞ্চলা।
যদিও তুমি একটু বেশিই দুরন্ত
তবে মনটা তোমার ভারি কোমল মায়া অফুরন্ত,
তুমি বড্ডো বেশিই বেখেয়ালি
মনে হয় জানো না কিছুই যেন কাঁঠালের ডালি
কিন্তু মশাই আপনি খুবই শেয়ানা
বুঝতে আর বাকি রয়নি মোর মোটে সিকি আনা,
তোমাকে আজও হয়ে উঠেনি বলা
বন্ধু হবে কি আমার,যাবে কি একসাথে পথচলা?