আঁধার বেলা চারদিক শুনশান নিরবতা
শহরতলীতে যেন ভর করেছে ঘুমের গভীরতা
জেগে আছে শুধু ঐ উর্ধ্বলোকের তারকারা
মিটিমিটি তারাগুলি কার প্রেমে যেন দিশেহারা
জোনাকিরা দল বেঁধেছে ঘুম'কে দিয়েছে ফাঁকি
তাদের সাথে একলা শশী ঘুমাতেও আজ বাকি
হাসনাহেনা আর বেলিফুলও রয়েছে রাত জেগে
না জানি তাহাজ্জুদের ওয়াক্ত কখন যায় লেগে?


জোনাকিরা হয়েছে নিয়নেরআলো, তারাগুলি সাথী
প্রকৃতিরা সব এক হয়েছে কাব্য হবে শেষ রাতি
শিউলি - শেফালির ঘ্রাণই যেন সুগন্ধি আতর
চন্দন গোটাগুলিও হয়েছে তজবি মালা নিরন্তর
ঝরা বকুলগুলি ধরেছে মনোহরী এক সাজ
ওরাই যেন যামিনীতে তাহাজ্জুদের জায়নামাজ!


-১৩ ই আগস্ট ২০২১
সৃষ্টি কমপ্লেক্স, টাংগাইল।