বন্ধুত্ব কি জানিস?        
               -- এসব কি বলিস?
তোর কি বন্ধু আছে?  
               -- কতো যায় আসে
আদৌ এটা বন্ধুত্ব না
              --তবে তুই-ই বল না?
বন্ধুত্ব একটা অনুভুতি
              --বুঝি ক্ষণিকের স্মৃতি?
না আন্তরিক প্রীতি
          --দিনশেষে সবই ইতি
না,বন্ধুত্ব আত্মবিশ্বাস
          --তবুও করিনা না বিশ্বাস।
চিরদিন ব্যথার সাথী
           --নয় কি সে অতিথি ?
নারে,পরম আত্মীয়
            -- সে এতটাই প্রিয়!
সে আবার বলতে  
            -- পারিস না চলতে?
ওকি,বন্ধুহীন চলা যায়?    
            --কি বলে রে হায় !  
বন্ধুত্বই পরম শক্তি
            -- কই পাস এতো ভক্তি?
ভেতর থেকেই আসে
             -- আদৌ,কি ভালোবাসে?
এটা যে উপলব্ধি    
            -- জেনে নিবি জলদি
মুখে বলতে হয়না
           --কখনো ভুল বুঝে না?
কেন বুঝবে শুনি  
           --তোর মুখেই শুনি
নীরতা  কথা বলে  
           --কি করে কথা চলে?
মনের মিল থাকলেই  
           -- শুধু ,মুখ দেখলেই!
হ্যাঁ রে অবুঝ খোকা
           -- দেয়না কভু ধোঁকা?
না, কখনোই না  
            --  করে না সে বায়না ?  
অবিরাম অষ্টক্ষণ  
            -- এতো মহাজ্বালাতন
নারে জাস্ট বিনোদন  
            --ভালো থাকার আয়োজন
হুম এটাই আত্মসম্পর্ক
            --করিস না তর্ক-বিকর্ত?
না, এ কথা বলিস না?
           --কখনো রাগ করিস না?
হুম ঝগড়াও করি
          -- বলিস না তারে সরি?
তাও আবার কান ধরি    
           -- দেয় বুঝি ক্ষমা করি?
না করে আর পারে?  
            -- শুনে মুগ্ধ হলাম রে
অভয়ে আগলে রাখে
             --আজীবন পাশে থাকে?    
হুম,সদা সদ্বোপদেশ দেয়
             --সে কি বিনিময় নেয়?
এক চিলতে মুচকি হাসি
              --নিশ্চয়ই নিখাঁদ ভালোবাসি
সে,কল্যাণ কামনাও করে
                --বুঝি তোরই তরে?
হুম খোদার দরবারে    
               --প্রতিদান দিসনা তারে
মুনাজাতে হাত তুলে    
              -- আচ্ছা, ঐশী বিনিময় চলে
আল্লাহর সন্তুষ্টির জন্যে
               --ও খোদা ভীতি হৃদয়ারণ্যে
হুম এটাই প্রকৃত বন্ধুত্ব
               --বুঝতে পেরেছি গুরুত্ব।