-বাবা সবার ওপর
      তাঁর পরে যার স্থান,
         তিনি হলেন পরমগুরু
              শিক্ষক মহান।


মা শেখালেন মাতৃভাষা
     বাবার হাতে কলম ধরা,
          বিদ্যাপ্রতির বিদ্যা লাভে
               ধন্য আমার ধরা।


বিদ্যাগুরুর ছত্রছায়ায়
       জাগলো জ্ঞানের ক্ষুধা,
              বইয়ের পাতায় সদাই এখন
                     খুঁজি অমীয় সুধা।


ভালোবেসে স্নেহভরে
          শেখায় মহান গুরু,
              তাঁরই মহান বাণী শুনে
                   মনুষ্যত্বের শুরু।


কলি থেকে ধীরে ধীরে
        ফোটায় রঙিন পুষ্প
             যুগে যুগে তারাই ছড়ায়
                  সঞ্জীবনী বাষ্প


মুক্ত মনে বিলায় তারা
       শাসনমাখা ভালোবাসা,
          স্বপ্ন দেখাতে শেখায় যেন
              প্রাণে জাগে আশা।


কীর্তিমানের মৃত্যু নেই
      শেখালেন মহান যিনি,
         তাঁহার কাছে জীবনভর
              থাকব চির ঋণী।