তুমি কি ঐ নীল সাগরের নীলিমা
       নাকি লুকায়িত মুক্ত?
স্বপনের সেই প্রেয়সী সুশ্রী প্রতিমা
         মম হৃদয়ে যুক্ত!


শ্বেত শিউলি ফুল নাকি মিষ্টি বকুল?
        ওগো সুন্দরী সুষমা!
তুমি কি উত্তাল নদী,ঢেউ ভাঙা কুল
       নাকি কামিনী পরমা?


তুমি কি শিশিরে ভেজা বিলাসি ফাগুন
        ওগো কেশবতী কন্যা!
নাকি শীতের চাদরে প্রণয়ে ভরা আগুন
         কোনো রপসী অনন্যা?


তুমি কি চাঁদনী রাত, মায়াবী জোঁসনা?
           আঁধারে ধ্রুব তাঁরা!
নাকি শেষ বিকেলের অলংকৃত মোহনা
          আবেগে দিশেহারা?


তুমি কি শ্রাবণের আবেগ, দখিনা হাওয়া?
           শিহরণ মৃদু ঈশারা!
নাকি দূর অন্তরীক্ষ অজানা রহস্যপুরী
          ঐ মরুভূমি সাহারা?


তুমি কি গোধূলির আলো, রক্তিম আভা
         নাকি লজ্জাবতী লতা?
হে হৃদয় রানী,তুমি যে ধরাছোঁয়ার অতীত
        বড় অচেনা-অপরিচিতা!