উৎসবের আমেজে আনন্দের ধ্বনি প্রতিধ্বনি
    দিনটা ছিলো ফাগুন মাসের প্রথম শনি
  শঙ্কধ্বনি  উলুুুধ্বনি মিলেমিশে  একাকার
উঠোনে আলপনা আকা মঙ্গলদ্বীপের সমাহার।
ঢাক ঢোল কাশর আর বেজেছিল সানাই  সুখের বাঁশি
মেয়েটিও চাপা স্বরে বলেছিলো ভীষণ ভালোবাসি।
সেদিন যে ছিলো মেয়েটির চির আরাধ্য তিথি বিয়ে
লাল বেনারসি জড়িয়ে ছিলো তার দুধে-আলতা গায়ে!
হাতে গাছকৌটো আর পানপাতায় মুখটি ছিলো ঢাকা।
কপালে চন্দন,লাল টিপ, দুহাত ভরে মেহেদী আঁকা।
হাতে শাখা-পলা-নোয়া গলায় মঙ্গল সূত্র তুলসী মালা
যেন কনের সাজে দেবী লক্ষ্মী সাক্ষাৎ রাণী বেহুলা!
                  শুভদিন শুভক্ষণ
গোধূলী লগ্নে বসন্ত প্রনয়ে বাসন্তীর স্বপ্ন পূরণ।
শুভ দৃষ্টি মালা বদল দোপাট্টায় গাট ছড়া বন্ধন
অজস্র পুষ্পায়নে অগ্নিশিখার সমীপে মন্ত্র উচ্চারণ।
                যদিদং হৃদয়ং মম
                 তদস্থ হৃদয়ং তব!
হাতে হাত যুগলবন্ধী সাতপাকে সপ্তপদী অঙ্গীকার
সিথিতে রক্তিম সিঁদুর দানে শুভ পরিণয় স্বীকার।