অন্তরে অতৃপ্ত পিপাসা
দোদুল্যমান আশা হরহামেশা

মিথ্যার শৃঙ্খল ভেঙে
সত্যের দুয়ারে আসীন হতে
আজন্ম সাধ ও বাসনা
পাছে ভয়, সংশয় অতিশয়

মিথ্যেরা আসে দল বেধে
সত্যের দ্বার দিবে রুঁধে
ছেয়ে যায় অমানিশা

হঠাৎ কানে বাজে
সত্যের মশাল প্রজ্জ্বলিত হৃদয়
মিথ্যা অমানিশায় কোথায় ভয়?