আমি  যখন গায়ের ছুট্টো নদী ছিলাম ..
তখন আমাকে সবাই চিনত সবাই জানতো ..
আমার ও একটা পরিচিতি ছিলো !


তারপর যখন নদী বেয়ে সমুদ্রে এলাম ..
ধীরে ধীরে যেন আমার পরিচিতি টা কচুরিপানার নিচে চাপা পড়তে লাগল ...
সেখানে যে আমার মতো অন্যদের ভীড় ছিলো ..
তাদের ও যে একটা পরিচিতি ছিলো !!


আজ আমি সমুদ্র ছাড়িয়ে মহাসমুদ্রে ...
নিজেকে মানিয়ে নিতে পারছিনা ...
কেননা আমি যে হারিয়ে গেছি ভিড়ের মাঝে !!


ছোটবেলা যখন বৃষ্টির দিনে ঘরের চালের ফুটো দিয়ে ..
বৃষ্টি পড়ত ভাতের থালায় !!
তখন সপ্ন দেখতাম একটা টিনের চাল হবে ..
সবাই বসে ভাল করে ভাত অন্তত খাওয়া যাবে !!


আজ টিনের চাল হলো ..
আর সপ্ন গুলিও পালটি খেল !
এখন যে চাই দালান বাড়ী ..
সাথে চাই প্রচুর পয়সা কড়ি !!


পয়সার উপর নজরদারি ...
তাই চাই শুধু একটা সরকারি চাকুরী !
মাসে মাসে টাকা আসবে ..
আরামে জীবন কেটে যাবে !!


আরে এটাই যদি ভাবতো রবি ..
পারত কী হতে বিশ্বকবি ??


ভাবনায় বিদ্রােহী হয়েছেন কাজী ..
ভাবনায় স্বামীজী হয়েছেন রামকৃষ্ণ এর মাঝি !


ভাবনায় মিসাইল মেন হয়েছেন কালাম ..
আজ পুরো পৃথিবী করে যাকে সেলাম !


ভাবনায় রাজপ্রাসাদ ছেড়ে সিদ্ধার্থ ...
হয়েছেন গৌতম বুদ্ধ !!


মাঝে মাঝে আমদের ভাবনা গুলি কতো সীমাবদ্ধ ..
ঠিক্ যেন একটা গন্ডির মাঝে আবদ্ধ !!


ওরাও গায়ের ছুট্টো নদী ছিলো ..
শুধূ সপ্ন গুলি মহাসমুদ্রের মতো ছিলো !
তাইতো মহাসমুদ্রের মাঝে তাদের পরিচিতি আজও ভাসে !!