বর্তমান তুমি অতীতের অভিযোজন !
বর্তমান তুমি আধুনিকতার বাক্সে  ভরা অনেক নতুনত্বের সংযোজন !!


বর্তমান তুমি নতুনত্ব অনেক দিয়েছো!
বর্তমান তুমি অতীতের অনেক কিছুই কেড়ে নিয়েছো!!


বর্তমান তোমার সময়ে মাঠের ওই সোনালি ধানে চড়ুই পাখিগুলো আর হানা দেয় না!
বর্তমান তোমার সময়ে সেই মিষ্টি মিষ্টি  বাবুই পাখি গুলো সন্ধ্যেবেলা কিচিরমিচির শব্দ করে সুপারি গাছে আর বাসা বাঁধে না!!


বর্তমান তোমার সময়ে ভোরের সূর্য আর কেউ দেখেনা!
বর্তমান তোমার সময়ে পড়ন্ত বিকেলের গোধূলি বেলায় সোনালী রুদ্রের কিরণ কেউ আর গায়ে মাখে না !!


বর্তমান তোমার সময়ে শৈশব কাটে বইয়ের বুজায় !
বর্তমান তোমার সময়ে "লেখাপড়া করে যে বড়লোক হয় সে" সেটা অঙ্কুরেই বুঝায়!!


বর্তমান তোমার সময়ে শৈশব কাটে নীরবতায়!
বর্তমান তোমার সময়ে যৌবন কাটে বিষন্নতায়!!


বর্তমান তুমি আধুনিকতার কালো চশমা পড়ে সবুজ প্রকৃতির কুল  করছে শূন্য !
বর্তমান তুমি কি ভেবেছো প্রকৃতির অভিশাপে হবে কি তোমার পূণ্য?


বর্তমান তোমার কিশোর তোমার যৌবন আজ মুঠোফোনে আটকে থাকে!
বর্তমান তুমি জাগবে কবে তোমার সময় যে চলে যাচ্ছে ওই আধুনিকতার বাঁকে!!


বর্তমান তোমার সময়ে প্রতিদিন ধর্ষিত বোনটি ঘরের কোণে নীরবে কাঁদে!
বর্তমান তোমার সময়ে মানুষ হয়েছে আজ  মানবতাহীন তাতে কি তোমার একটুও বাঁধে??


বর্তমান তোমার সময়ে দেশ গড়ার কারিগর এর মৃত্যু হয় রেলের পাতে!
বর্তমান তোমার আধুনিকতার কি লজ্জা হয় না কিছু যায় আসে না তাতে??


বর্তমান তোমার কর্মের ফলে শত শত প্রাণ আজ বন্যার জলে ভাসে!
বর্তমান তোমার সময়ে প্রকৃতি প্রতিশোধ নিয়ে নিরবে আজ খিটখিটিয়ে হাসে!!


বর্তমান তোমার ভাবনা আজ গন্ডিতে আবদ্ধ!
বর্তমান তুমি আজ ভাবনা তোমায় দিগন্ত পেরিয়ে করতে হবে জীবন যুদ্ধ!!


বর্তমান এখনো সময় আছে তুমি জাগো!
বর্তমান তুমি অতি আধুনিকতার মোহ ত্যাগ!!


বর্তমান তুমি নতুন সাজে সাজো!
বর্তমান তুমি অতীতকে ভুলনা গো!!


বর্তমান তুমি ভবিষ্যতের হও দিশারী!
বর্তমান তোমার চিন্তা ভাবনা হোক সুদূরপ্রসারি!!


বর্তমান তোমার সময়ে জাগুক আবারো মানবতা!
বর্তমান তুমি শান্ত হও করো না নির্বিকারে প্রকৃতি কিংবা মানবতার হত্যা!!


বর্তমান তুমি করো নতুনত্বের আবিষ্কার!
বর্তমান কিন্তু তুমি করো না অতীতকে অবহেলা কিংবা তিরস্কার!!