সেদিন ছিল পড়ন্ত বিকেল তুমি অপেক্ষা করছিলে রাস্তার পাশে ...
কিন্তু আমি তো সেই ১০ মিনিট দেরি করে গেলাম তুমার পাশে...
রাগ তো তুমি দেখাওনি যেন মানিয়ে নিয়েছ আপসে।
তাপর তুমার সাথে পথ চলা ..
সাক্ষী আছে পড়ন্ত বিকেল আর পাহাড়ের গাছপালা।
পুরো মিশে গিয়েছিলাম তুমার সাথে ..
হারিয়ে গিয়েছিলাম পাহাড়ের ঐ শান্ততার সাথে।
তুমি আনবরত তুমার কথা বলছিলে আর আমি শান্ত হয়ে শুনছিলাম...
হয়তো আমি চুপ ছিলাম কিন্ত আমি তুমার কথাই ভাবছিলাম।
শান্ত পাহাড়ের ঐ মৃদু মৃদু বাতাসে তুমার খোলা চুলগুলি আমাকে স্পর্শ করছিলো..
আমি তারই সুগন্ধে মন্মাতান হয়ে  গিয়েছিলাম।
জান আমি আজও তুমাকে চিনতে পারবো ..
তুমার সেই গন্ধে।
মনে অনেক এলোমেলো ভাবনা ছিল..
হয়তো সময় কম ছিল ।।
মনে পড়ে তুমি হারিয়ে গিয়েছিলে পাহাড়ের চূড়ায় ..
আর পেছন ফিরে ভয়ে দৌড়ে চলে এসেছিলে আবার গুঁড়ায়।
আর আমি তুমাকে নিয়ে হাসাহাসি করছিলাম..
আর কখন যে পড়ন্ত বিকেল গুধুলি হয়ে গেল বুঝতেই পারিনি।।


©প্রিয়জিত