আমি তোমার মাঝে  জ্যোৎস্না রাতের চাদকেও দেখেছি ।
তোমার মাঝে নীল আকাশের সূর্যকেও দেখেছি ।
তাই তো আমি তোমার রূপের জাল্কানি আমার অন্তরে মেখেছি।।
তোমার কপালের ঐ টিপ...
যেন মহাসাগরের মাঝে ছুট্টো একটা দ্বীপ।।
তোমার ঠোঁটের ঐ মুচকি হাসি ...
মনে খুশি জাগায় রাশি রাশি।।
তোমার কানের ঐ দুল...
যেন পাপড়ি ছাড়া কুনো  এক বন্য ফুল।।
তোমার টানা টানা দুটি চোখে ...
আকাশটাও যেন রঙ মাখে।।
তোমার চোখের পাতার ঐ কাজল...
আমাকে করে যে ভীষণ পাগল।।
তোমার নাকের ঐ নলক...
সে যে জানান দেয় তোমার রূপের ঐ ঝলক।।
তুমি যে আকাশের ঐ নীলিমা...
তুমি গো সাক্ষাৎ এক প্রতিমা।।
তুমি শান্ত পাহাড়ের ঐ চূড়া...
তোমার জন্যেই পাখিগুলির ঐ নীল আকাশে উড়া ।।
তোমাকে দেখে শব্দগুলিোও হারিয়ে ফেলে তার ঠিকানা...
কীভাবে বর্নাই তোমায় সেটা আমারও অজানা।।