এই মেয়ে তোমার নাম কী ?
তুমি কেন চেয়ে আছো ওই আকাশপানে ?
ওই মায়াবী চোখে...
তোমাকে দেখে কী মনে হচ্ছে জান ?
ওই বাইরের বেল্কোনী তে দাঁড়িয়ে তুমি
তাকিয়ে আছো ওই গগনের দিকে _
মনে হচ্ছে তুমি কিছু খোঁজছ
মিশতে চাইছ ওই উড়ন্ত পাখিদের সাথে।
উড়ে যেতে চাইছ দিগন্ত পেরিয়ে ওই পারে !
এই মেয়ে তুমি ভারী মিষ্টি  ...
তুমি প্রকৃতির অপরুপ এক সৃষ্টি
এমন করে মায়াবী চোখে কেউ তাকায় নাকি ?
তাহলে কেউ কী পারবে তোমায় দিতে ফাঁকি ?
মনে হচ্ছে তুমিই প্রকৃতি তুমিই নীলিমা ,
ঐ দূর সমুদ্রের ঢেউয়ের ছন্দমাখা সূর তুমি !
তোমার  কাছে যেন প্রকৃতির সুন্দর রূপ ও হার মানায়  !!