তুমি সুন্দর,
তাই তো সবাই তোমার কাছে ভিড়ে ।
তুমি শান্ত,
তাই তো সবাই ঢিল ছুড়ে পুকুরের ঐ নীরে।
তুমি নীরব,
তাই তো বসন্তের কুকিল করছে কলরব।
তুমি ভীষণ মায়াবী,
সেটা তোমার চোখ বলে দেয় গো ।
তুমি খুব রূপসী,
        সেটা বলে দেয় তুমার ঐ মুচকি হাসি।
তুমি ভারি মিষ্টি,
সেটা আমি না গো বলছে তোমার কপালের ঐ টিপ টি।
তুমি ঐ আকাশের চাঁদ,
তাই তো তোমায় দেখার জন্যে তারাগুলি করছে ভীষণ আর্তনাদ।
তুমি দিগন্ত,
যার সুন্দরযেঁর নেই কোন অন্ত।
তুমি তরঙ্গ,
তাই তো সমুদ্র ও হারিয়েছে তার ছন্দ ।
তুমি নন্দিনী,
এমন প্রতিমা আমি আগে কখনও দেখিনি।
তুমি অদ্বিতীয়া,
সেটা আমি নই, ঐ পেঁপে গাছে বসে থাকা বলছে টিয়া।
তুমি ঐ পাহাড়ের চূড়া,
যার কারণে পাখীদের বাতাসে উড়া ।
তুমি নীলিমা,
যাকে জানার নেই কোন সীমা।
তুমি অনন্যা,
       তাই তো যেভাবেই বর্ণাই তোমায় সেটা যথাযত না।
তুমি প্রকৃতি,
তাই তো তুমি আমার কল্পনার সাথী।