ঐ যে নীল আকাশে দেখো  মেঘ করছে খেলা
নীলের মধ্যে সাদা আভা লাগছে দারুণ মেলা।
আকাশ পানে থাকিয়ে আমি বিমুগ্ধ হয়ে ভাবি
কি অপরূপ সৃজন খোদার আঁখি মেলে দেখি।


ঐ যে রাতের আকাশে দেখো তারা করছে খেলা
মিটিমিটি জ্বলছে বাতি লাগছে দারুণ মেলা।
রাতের আকাশে চাঁদ উঠেছে লাগছে ভিষণ ভালো
চাঁদের জোছনায় জোনাকিরা আনন্দে মোহরিত।


নানা সময় নানা রঙে আকাশ সাজুগুজু করে
সূর্যি মামা ডোবার বেলায় লালচে আভায় সাজে।
রংধনুর সাত রং অপরূপ শেষ বিকেলের অরুন
আকাশের প্রতিটি রূপই দেখতে বেশ দারুণ।


একাকিত্বের বিষন্ন মন আকাশ সঙ্গী হয় যখন
অবাক দৃষ্টিতে থাকিয়ে দেখি আকাশের ঝলমল।
নিশিরাতের নির্জন সময় আকাশ সহচর হয় যখন
রোয়াকে বসে আদুল গায়ে তার সাথে কথা কয়।