চোরকে বলে চুরি করতে
গৃহস্তকে বলে সজাক থাক।
মানুষ নয় পশু ওরা
বস্তুত দুমুখো সাপ।


দুমুখো মানুষের আছে
দারণ একটি প্রতিভা।
গুছিয়ে বলতে পারে
হাজারো মিথ্যা কথা।


দুমুখো সাপ যেন কালসাপ
দুধ কলা খেয়ে বেইমানী করা তার স্বভাব।
সাপের বিষ থাকে তার বিষ দাঁতেতে
দুমুখো মানুষের বিষ থাকে অন্তরেতে।


সম্মুখে শংসা করে ইনিয়ে বিনিয়ে
মনগড়া কথা বলে আড়ালে আবডালে।
সম্মুখে বাজান বাজান পিছনে বদনাম
সমাজ তার নাম দিয়েছে শিক্ষিত শয়তান।