আমি একুশর গান গাই
বলি একুশের কথা।
একুশ আমার ছেলে হারা
হাজার মায়ের কান্না।


একুশ তুমি নিয়ে গেছো
কত মায়ের স্বপ্ন।
একুশ তুমি করে দিয়েছো
কত বাবার কলিজা দিখন্ড।


তবুও আমি গেয়ে যাই
একুশের গান।
আমার মাতৃভাষা যে
আমার মায়ের সমান।


মুক্ত বাতাস কিনতে যারা
প্রাণ দিয়েছে বিলিয়ে।
আমি গেয়ে যাই তাদের গান
আত্মার মাগফিরাতের।


আমার ভাইয়ের রক্তের কথা
আজো ভুলেনি।
ভুলব না কভু,পারব না ভুলতে
রেখে দিয়েছি স্মৃতিতে।