কবে আমরা মানুষ হব
বিবেক দিয়ে বিচার করব
ঘুষ নেওয়া ছেড়ে দিব
ন্যায়ের পক্ষে রায় দিব।


কবে আমরা মানুষ হব
সুদ বিহীন সমাজ গড়ব
মিথ্যাকে না বলব
প্রতারণা ছেড়ে দিব।


কবে আমরা মানুষ হব
খাদ্যে বেজাল না মিশাব
ফরমালিন কে না বলব
সুষম খাদ্য গ্রহণ করব।


কবে আমরা মানুষ হব
জুয়া খেলা ছেড়ে দিব
ধূমপানকে না বলব
মদ্যপান থেকে বিরত থাকব।


কবে আমরা মানুষ হব
মানবতার সেবা করব
চাঁদাবাজি ছেড়ে দিব
সুন্দর একটি ধরা গড়ব।


কবে আমরা মানুষ হব
চুরি-ডাকাতি ছেড়ে দিব
হালাল একটি কর্ম ধরব
নিজের বিচার নিজে করব।