সুযোগ পেলেই রঙ বদলায়
করে নানান রূপের প্রকাশ,
একেক স্থানে একেক রকম
করে রূপের বহিঃপ্রকাশ।


বন্ধু রূপের মুখোশ পরে
প্রিয় সেজে থাকে,
সুযোগ পেলেই বদলায় রঙ
পিছনে সমালোচনা করে।


দূরত্ব বজার রাখতে হবে
তাদের কাছ থেকে,
মানুষ নয় গিরগিটি সে
থাকে মানুষ রূপে।