শতাধিক ক্রোশ অন্বেষণ করে
মানুষ পেলাম নারে
ছদ্মবেশী বহুরূপী অমানুষ রয়েছে
মানুষের অন্তরালে।


হায়রে মানুষ! আজব তুমি
করে যাচ্ছো সারাক্ষণ অভিনয়!
মানুষ বেশে জাহির হচ্ছো
অমানুষ তোমার আসল পরিচয়।


চিনি আর লবন দেখতে প্রায় একই
পার্থক্য কেবল স্বাদে
মানুষ আর অমানুষ দেখতে একই
পার্থক্য শুধু আচার-আচরণে।


ওরা মানুষের বেশে জন্ম নিয়েছে
পড়েছে মানুষের ভূষা
মানুষ হওয়ার রাস্তায় চলেনি
ভেতরটা অমানবিকতায় পোষা।


ভেতরে কুৎসিত একটা লোক
পরিপাটি পোষাকে সাজে ভদ্রলোক
মানুষ হলে থাকার কথা বিবেক বিবেচনা
তার মধ্যে বিদ্যমান পশুর চেতনা।