যার লাগি আমি প্রহর গুনিতাম
শীতের রজনী জেগে স্বপ্ন কুড়াতাম।
রাতদুপুরে সাড়া দিয়ে ছুটে চলিতাম
তবে ভুলে যাওয়ায় কি ছিল এর প্রতিদান?


যার লাগি আমি নিজেকে বিলিয়ে দিলাম
সবকিছু বিসর্জন দিয়ে তাকে প্রাধান্য দিতাম।
নিজের চেয়েও যাকে বেশি ভালবাসিতাম
তবে এই ছিল কি ভালবাসার প্রতিদান?


আপদে বিপদে যে সবার আগে ডাকিত
আমায় ছাড়া যে কুল না পেত।
যার লাগি আমি মরিয়া উঠিতাম
তবে এই ছিল কি এর প্রতিদান!


যাকে আমি বিনা পয়সায় পড়াতাম
পড়ার জন্য কত বই কিনে দিতাম।
সেই ছেলেটি আজ অফিসার হয়ে
ভুল গেছে আমি কে ছিলাম তার জীবনে।


যাকে আমি মাথা গুজার ঠাঁই দিয়েছি
আপন কুলে মায়ের মত আগলে রেখেছি।
যাকে করেছি এক বুক ভালবাসা দান
তবে কি বুকে তীর ছোড়াই ছিল এর প্রতিদান।