আমি নিস্তব্ধ!  আমি হতভম্ব!
আজ চোখ থেকেও হয়ে গেলাম অন্ধ।
এই চোখ দিয়ে কি হবে বলো!
যদি অন্যায় দেখেও হয় না রাঙানো।


আমি অবলা! আমি জ্ঞানপাপী!
আজ সত্য জেনেও মুখ খোলেনি।
এই মুখ দিয়ে কি লাভ বলো!
যদি না শোনাতে পারি বজ্রকণ্ঠ।


আমি অনাথ! আমি রুগ্ন!
আজ জুলুম দেখেও রইলাম নির্জীব
এই বাহু দিয়ে কি লাভ বলো!
যদি মজলুমকে বাঁচানো না গেল।


আমি নির্বোধ! আমি জ্যান্তলাশ!
আমার অঙ্গ পতঙ্গ নিস্তেজ, নির্জাস।
এভাবে বেঁচে থেকে কি লাভ বলো?
আঁধার জীবনে নাই কোনো আলো।


আমি পাপী! আমি অপরাধী!
আমি অন্যায়ের প্রতিবাদ করেনি।
এই সুঠাম দেহ দিয়ে কি হবে বলো!
যদি সবকিছু চোখ বুজে করতে হয় সহ্য।