সৃষ্টির থাকে সৃষ্টিকর্তা স্রষ্টার থাকে না।
মাবুদ তোমার সাথে অন্য কারো তুলনা হয় না।

তুমি অসীম,তুমি অনন্ত,তুমি মেহেরবান।
তুমি হীনা কুল কাইনাত চলার সাধ্য নাই।

বানিয়েছ আসমান তুমি বানিয়েছ জমিন।
সাত আসমানের মালিক তুমি রহমানূর রহিম।

তুমি এক অদ্বিতীয় তুলনা তোমার হয় না।
তুমি ছাড়া এই পৃথিবী কেউ সৃজন করতে পারে না

তুমি রহিম,তুমি রহমান,তুমি দয়াময়।
তুমি ছাড়া এই বান্দাদের মালিক কেহ নয়।

তুমি স্রষ্টা আমি সৃষ্টি চাওয়ার কিছু নাই।
তোমার কাছে এই অধমে গোনাহ মাফ চাই।