প্রায় দুই ডজন ছেলে-মেয়ের নিত্য কোলাহলে মুখর হয়ে থাকতো একটি বছর দুয়েক আগে জন্ম নেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ।
হাজার হাজার অনুভূতিরা এখানে প্রতিনিয়ত খেলা করতো দিনের পর দিন- মাসের পর মাস।


এডমিন বলতে ছিল গ্রুপের সকল সদস্য।
হাজার আবেগ, ভালোবাসা ও অনুভূতির সংমিশ্রণে এই গ্রুপে থাকতো শুধু বন্ধুত্বের এক পবিত্র সুভাষ।


মাঝে মাঝে গ্রুপে ঝগড়া হতো। কত রাগারাগি হত। কেউ কেউ আবার রেগে গিয়ে গ্রুপ থেকে বেরিয়ে পরতো। এ যেন আকাশে তারা খোসার দৃশ্যের মতো।
তাকে আবার গ্রুপ-এ অ্যাড করাটা ছিল অন্যান্য সদস্যদের একটা চুক্তি হীন দায়িত্ব। কারণ এখানে বন্ধুত্বের জায়গাটা ছিল বিশেষ। দরকারি বেদরকারি সকল ধরনের বার্তালাপ হতো এই গ্রুপে।


সময়ের স্রোতে ধীরে ধীরে গ্রুপটির বয়স যখন বাড়তে থাকে, তখন সেখানে অনুভূতিরা আর সেই আগের মতো খেলেনা।
দুই বছর ধরে এটি এই চব্বিশ জনের জীবন রঙিন ছিল বসন্তের রাঙা আবিরের ন্যায়।
সময়ের স্রোতে স্মৃতিগুলোও ব্যস্ততার মাটিতে চাপা পড়ে গেছে।
এক সময় যে স্থানটি ছিল চব্বিশ জন ছেলে মেয়ের ব্যস্ততার কেন্দ্র; আজ সেটি নিঃসঙ্গ ভাবে পড়ে রয়েছে।
মজার বিষয় হলো এই যে- এখনো গ্রুপটা আছে, সকল সদস্যরা আছে কিন্তু সেখানে অনুভূতিরা আগের মতো আর খেলা করে না।
এক সময় যে গ্রুপটি কলরবে মুখর থাকত আজ সেই গ্রুপে নীরবতার বসতবাড়ি।
এখন যেন সেখানে রাত্রি নামলো একা ক্লান্ত কাকের পাখে।