বাবা! তোমার হাত ধরেই প্রথম হাঁটতে শেখা,
তোমার মাধ্যমেই আমার পুরো বিশ্বটাকে দেখা।
বাবা! তুমি ছিলে আমার সকল আবদারের
এক বিশাল অফুরন্ত ভাণ্ডার।
বাবা! তুমি আমায় আগলে রাখলে স্ব- যতনে,
নিজের বক্ষ মাঝে হৃদয় মন্দিরে।
তবু যেন আজ বসন্তের শেষ বেলায় বলতে পারিনি,
বাবা তোমায় আসমুদ্র ভালোবাসি আমি।


বাবা! তুমি আমায় শিখিয়াছ
মানুষকে বাসতে ভালো,
মনের সব অন্ধকার কে দূর করিতে
জ্বালিয়ে জ্ঞানের আলো।
বাবা! তুমি নিজে ছেঁড়া জুতো দিয়েছো পায়ে,
আর নতুন দামী জুতো কিনে দিয়েছো আমারে।
তিলে তিলে  তোমার রক্ত ঘাম করে
করেছো মানুষ আমায়,
তবু যেন আজ পারিনি বলতে
ভালোবাসি বাবা তোমায়।