চাঁদ!তুমি কখনো গোল!
কখনো কাস্তে!
কখনো সুকান্তের ঝলসানো রুটির
খানিকটা ছিঁড়ে খাওয়ার মতো।
কখনো তুমি পূর্ণিমার চাঁদ!
পেতেছ প্রেমের ফাঁদ।
তোমার শুভ্র আলোর মেলা!
অবিরত খেলে আনন্দেরই খেলা।
তোমার আলোর ঝরনা ধারা!
তুমি সিদ্ধ করো সমস্ত ধরা।
তুমি সদা হাস মধুর হাসি!
তাতে সমস্ত জগৎ যায় যে ভাসি।