সূর্যটা যখন মানুষের মতো ক্লান্ত হয়ে পড়ে,
যখন পশ্চিমের আকাশটাতে শেষ বিকেলের
পড়ন্ত সূর্যটা হাসি-হাসি অস্ত যায়,
তখন মনে হয় এ যেন এক ছন্দময় কবিতার
মন মুগ্ধকর আয়োজন।
পড়ন্ত বিকেলে যখন বসন্তের রাঙ্গা আবিরে
সেজে ওঠে সমস্ত পৃথিবী,
নীলাভ রঙের চাদরে আবৃত জলাশয়
যখন রক্তিম হয়ে ওঠে,
পাখিরা যখন ডানা মেলে উড়ে যায়
নিজেদের প্রেমিকা ও কোঠার উদ্দেশ্যে,
সুকান্তের ঝলসানো চাঁদ যখন আকাশের
বুক চিরে উঁকি মারে,
তখন সকল ক্লান্তি ভুলে মন আকাশে
একগাল হেসে ভেসে ওঠে,
আমার ফেলে আসা অসংখ্য স্মৃতি।
অস্তগামী সূর্যের পেছনে যেমনভাবে ছুটছে
রাতের আঁধারের দল,
আর আমিও তেমনভাবে জীবন পথে অবিরত ছুটে চলেছি,
উড়ে যাওয়া সারিবদ্ধ বলাকার মতো।