আকাশটা আজ ভরে গেছে
ঘন কালো মেঘে;
পুরো আকাশটা যেন তারই।
জানিনা কাকে সে -
তার প্রতিপক্ষ মনে করেছে
যে তার সাম্রাজ্য বিস্তার করে চলেছে।
বাতাসও যেন,তার ভয়ে
প্রবল বেগে ছুটছে,
শুকনো পাতা ও ধুলোও যেন-
তার সাথে কথা বলছে।
শুধু কি তাই?
বারবার সে গর্জন করে উঠেছে
যেন কিছু প্রমাণ করতে চায়,
দেখাতে চায় তার প্রতিপত্তি।
সফলও হয়েছে বটে
কারণ- তার চেয়ে কেউ নেই বড়
যে জানায় তাকে আপত্তি।
টুপ্-টাপ্ থেকে ঝম্-ঝম্
ঝরিয়ে দিয়েছে বৃষ্টি,
তবু ধংস করেনি কিছুই
করেনি কোনো অনাসৃষ্টি।
ধীরেধীরে সে শান্ত হয়েছে
কমেছে তার গর্জন,
বেঁধেছে তার লাগামছাড়া
তুমুল ওই বর্ষণ।
যতই সে রাগ দেখাক
হয়না কোনো দুঃখ,
তাকে এভাবেই ভালো লাগে
তবু সে যতই হোক রুক্ষ।।