ভূতের খোকা
            পৃথা চ্যাটার্জী
ভূতের খোকা বড্ড বোকা।
আয়না দেখে পাচ্ছে ভয়।।
ব্রহ্মদত্যি বাবা যে তার।
রাগ দেখিয়ে চেঁচিয়ে কয়।।
কিরে ওটা? মাথা মোটা।
যা দেখে তোর এত্ত ভয়।
এই নাকি তুই ভূতের খোকা?
বলতে আমার লজ্জা হয়।
ভূতের মাতো ভীষন রাগে।
বলছে হেঁকে করছো কি?
খোকা আমার নয়কো বোকা।
আগে দেখো ওটা কি?
যেই না দেখা আয়না খানা।
ঘুরিয়ে গেছে মাথা তার।।
চেঁচিয়ে বলে গিন্নি ওগো।
নেই বুঝি যে রক্ষে আর?
সত্যি খোকা নয়কো বোকা 😒
বিপদ ভীষন বুঝচ্ছে সে।
গ্রামটা এবার ছাড়তে হবে।
নেই তো কোনো রাস্তা আর 😒
নাপিত বেটা বেজায় ঠেঠা!
দূর থেকে যে হাসচ্ছে ঐ😆😆😆😆
আমার সাথে পাঙ্গা নিবি?
এতো তোদের সাদ্ধি কোই?