ঘরের দুয়ার নয় রে কেবল
মনের দুয়ার খোল
চেয়ে দেখ ওরে ও নয়ন তুলে
আজ বাতাসে লেগেছে দোল


চারিদিকে আজ রঙের জোয়ার
তবে কেনো আর আগলে দুয়ার
সব কালো ভুলে রঙের খেলায়
আজ মনকে মাতিয়ে তোল
ওরে বাতাসে লেগেছে দোল।।


ঊষারানি আজ মেতেছে রঙে
গোধূলি হয়েছে লাল
ভীষণ  আবেশে শিমুল পলাশে
মন হলো  উত্তাল।।


বনে বনে আজ ফুটেছে ফাগুন
রঙের খেলায় সেজেছে ভূবন
কোকিল ডাকছে বন মাঝে তাই
মন আজ চঞ্চল
ওরে বাতাসে লেগেছে দোল।।


কৃষ্ণচূড়া শিমুলের সাথে
ফাগুনের রঙ ও হাঁসে একসাথে
মৌমাছি আজ মেতেছে আবেশে
প্রজাপতি বিহ্বল
আজ বাতাসে লেগেছে দোল।।


বেদনার সেই কালো রঙ ভুলে
আবিরের রঙে পাখনা মেলে
একসাথে চল সকলে মিলে
রাঙিয়ে তুলি এই মন
ওরে বাতাসে লেগেছে দোল।।