কালো হয়ে জন্মে ছিল!
তাই বাসলো না কেউ ভালো!!
প্রশ্ন করি সমাজ তোমায় কালি ও যে কালো!
কালো হলেও পূজ্য তাঁকেই!!
জ্বালিয়ে হাজার আলো!
তবে কালো মেয়েতে লজ্জা কিসের এবার তবে বলো?


কালো মেয়ের জন্মে তবে পাচ্ছ কেনো লাজ?
বলতে পারো কালো হওয়া কিসে অপরাধ?
মা মা বলে  পূজ্য যাকে মেয়ে তো তারই রূপ!
ঘরের মেয়ের বেলায় কেনো অন্ধ ঘরের কূপ?


এমন কেনো নিয়মগুলো সমাজ তোমার বলো?
এই তো সময় নিয়ম তোমার, বদলে এবার ফেলো!!
কন্যা রূপে শ্যামবর্ণা এবার ঘরে এলে!
টিটকিরি নয় বরণ করো হাজার প্রদীপ জ্বেলে!!