আমার আমিকে পেয়েছি ফিরায়ে
অনেক বছর বাদে
যা কিছু আমার গিয়াছে হারায়ে
কালের শক্ত গ্রাসে
বিধাতা পুরুষ গড়েছে আমারে
সে ছিল নিছক খেলা
শুরু থেকে শেষ পেয়েছি শুধুই
নিদারুণ অবহেলা
শৈশবকাল কেটেছে কখন বুঝিনি শুরু বা শেষ
যৌবনকাল স্বপ্ন অপার দুচোখে তাহারি রেশ
কিছুটা বোঝার কিছু না বোঝার অদ্ভুত দোলাচলে
পড়লাম গিয়ে সংসার নামে বিরাট এক জাঁতাকলে
ভালোবেসে হাত ধরেছিনু যার অপার এক বিশ্বাসে
সেও ছিল ভুল বুঝেছি যখন
ফিরেছি রিক্ত হাতে
মা হয়ে আমার যা ছিল দেবার
দিয়েছি উজাড় করে
সময় এবার নিজেকে খোঁজার
জীবনের দরবারে।