কথা ছিলো একটা বিকেল আমার সাথে
কথা ছিলো রোজ সকালের চায়ের কাপে
কথা ছিলো বৃষ্টি দিনের এক ছাতাতে
কথা ছিলো  অনেকটা পথ একই সাথে


কথা ছিলো বিবাদ যতই হয় যদি হোক
কথা ছিলো সরবো না কেউ অনেক রাগে
কথা ছিলো একটা খবর রোজ দুপুরে
কথা ছিলো ভুলবো না কেউ ব্যাস্ততাতে


কথা ছিলো ক্লান্ত দিনে এলিয়ে মাথা
পরম সুখে তোমার কাঁধে
কথা ছিলো পড়ছে মনে এমন অনেক কথাই
স্তবদ্ধ রাতে যখন আমি  পিছন তাকাই
হয়েছিল অনেক কথাই খেয়াল বশে
সে সব কথার খোঁজ কি বলো আর কে রাখে


লড়াই শুধুই আজকে এখন এগিয়ে চলার
নেই তো সময় আজকে এখন সে সব বলার
এখন শুধুই ছুটতে হবে রোজ সকালে
সময়টাকে নিজের হাতের মুঠোয় পুরে
তাতে যদি কিছু কথা যায়ই হারিয়ে
তাতে বলো এমন কি আর যায় বা আসে


তবু যদি পড়ে মনে দিনগুলো সব
ফিরে এসো থাকবো আমি
বন্ধু তোমার অপেক্ষাতে