ভূতের খুকি দিচ্ছে উঁকি।
মগডালেরই ফাঁক থেকে।।
মামদো বেটা ভীষন ঢ্যাটা।
হাঁসছে বসে দূর থেকে।।
যেই না দেখা মামদোটাকে।
ভূতের খুকির সে কি লাজ।।
আর মামদোটা ঐ ভাবছে বসে!
লাগবে ভালো কনের সাজ।।
আর যেমনি ভাবা তেমনি কাজ।
মা, মামদো বড় হচ্ছে তোর।।
আর কতদিন থাকবে একা?
এবার তো তুই পাত্রী খোঁজ!!


পেত্নী এলো খবর নিয়ে।
ভূতের খুকির মার কাছে।।
থাকবে ভালো খুকি তোমার।
যদি? মামদোকে সে পায় সাথে।।
মামদো, খুকির হচ্ছে বিয়ে।
লাগছে ভালো দুজনকেই।।
ব্রহ্মদৈত্য পাত্রপক্ষ, বর কত্তা ও বটে সে।
শাকচুন্নি, চোরাচুন্নি, মেছোভূত আর গেছো ভূত।।
সবাই হল নিম্নত্রিত মামদো, খুকির বিয়েতে।
পঁচা কাঁচা মাছের ভাজা কত শত আইটেমে।।
উঠল জমে বিয়ের আসর বর কত্তার কীর্তনে....।।