খোকা আমার বড্ড বোকা।
বলতো যে মা সখ করে।।
আজকে খোকা যায় বিদেশে।
নেয়না খবর ভুল করে।।
বলতো যে মা করবি কি তুই?
যেদিন যাবো পরপাড়ে?
ঠোঁট ফুলিয়ে কাঁদদো খোকা!!
জড়িয়ে মাকে খুব জোরে।
আজকে খোকা আর কাঁদে না!
পরে না তার আর মনে!!
মা রয়েছে অপেক্ষাতে পড়ে ঘরের এককোনে!
আসবে খোকা সেই আশাতেই মা রয়েছে বুকবেঁধে।
খোকা এখন ব্যাস্ত ভীষণ সময় কোথায় সেই খোঁজে?
দিন গিয়েছে ক্ষণ গিয়েছে খোকা বুঝি এলো ওই
বলতো খোকা বোঝে না মা এখন আমার সময় কোই?
মা যে এখন আর ডাকে না আর থাকে না  অপেক্ষায়।
এখন ক্লান্ত খোকা মা খোঁজে!!
খোকা যে আজ মার জাগায় ।।