মেঘের চোখে লেগেছে আজ
কান্নামায়ার জল
মলিন যে ওই মুখের হাঁসি
বলে শোকের বাড়ি চল


মেঘের বাড়ির নেভা বাতি
হাওয়ার চোখে ও জল
দুঃখ যেনো বলছে এসে
আমার বাড়িও চল


থরথরিয়ে কাঁপছে শরীর
মেঘের গায়ে জ্বর
আকাশটা ওই হাঁসছে দেখে
মেঘকে ভাবে পর


মেঘটা যে আজ ভীষণ রাগে
বৃষ্টি হতে চায়
চোখের জলেই মেঘ যেনো তার
শান্তি খুঁজে পায়