ও মন তুই যে ভালো থাক না
হোক না যতই  আঁধার কালো
তবু ও রে  তুই থাক না ভালো
অতীত ঘেঁটে কিই বা পাবি বল না
ও  মন ও সব কথা থাক না


ও মন তুই যে ভালো থাক না
খুঁজিস না  রে পর ও আপন
হারিয়েছে যা তার পিছনে ধাস না
মন রে তুই যে ভালো থাক না


কে ছিল রে যে গেছে তোর
কেউ ছিলো না পাশটাতে তোর
একাই ছিলি একার হয়েই থাক না
ও মন তুই যে ভালো থাক না


বেশ তো ছিলিস একলা জীবন
অশ্রুজলে ভাসিয়ে নয়ন
কি পেলি তুই বল না
ও মন আমার ছিলিস আমার হয়েই থাক না
ও মন তুই যে ভালো থাক না


অন্তরে তোর রক্ত ক্ষরণ
তোরই তো এই ওপার ভূবন
মন হারালি কার কাছে মন বল না
ও মন একলা ছিলিস একলা হয়েই থাক না