নিজের জন্য কখনোই কাঁদতে পারিনি
নিজেকে তো কখনো ভালোই বাসিনি
সবাই যখন শববাহী গাড়িটা দেখে কেঁদে উঠেছিল
আমি তখন মুক্তির আনন্দে বিভোর
এমন আনন্দ আমার জীবদ্দশায়
কেউ  দিতে পারেনি
হাঁসানোর কথা দিয়ে সবাই শুধু কাঁদিয়ে ছিল
আজ তাঁদের চোখে ও জল
সত্যি খুব  আনন্দের দিন আজ
যারা একদিন কেউ চাইলো না  আমাকে
আজ তাঁরা সবাই ধরে রাখতে চাইচ্ছে
উফ্ , সত্যি কি প্রশান্তি আজ সমস্ত হৃদয়জুড়ে
রাতের নিঃস্তব্ধ রাস্তা দিয়ে সাই সাই
করে ছুটছিল গাড়িটা
কুয়াশা মোড়া‌ শহরটাকে আজ যেনো
নতুন করে দেখলাম জানলাম, না জানা অনেক কিছু
অবশেষে আমার গন্তব্যস্থল
আজ আমার ছুটি
ছুটি আমার সমস্ত না পাওয়া থেকে
ছুটি আমার নিরবে রাতের অন্ধকারে ফেলে
আসা চোখের জল থেকে
ছুটি আমার সমস্ত যন্ত্রণার যা অনেক ভালোবেসে
কেউ উপহার দিয়েছিল
ছুটি আমার সেই সব  না বলা কথাগুলোর
যা বলতে চেয়েও বলতে পারলাম না
আজ যদি গাইতে পারতাম তাহলে গাইতাম


" এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়"