রাত আসে তাঁর স্বপ্ন নিয়ে
দেয় চাঁদের দেশে পাড়ি
স্বপ্ন আমার আর আসে না
ঘুমের সাথে ও আড়ি


ছোট্ট বেলার ঘুম পরীটা
আজ আসে কৈ
স্তব্ধ রাতে একলা আমি
একাই জেগে রই
আর আসে না চাঁদের বুড়ি
চরকা নিয়ে তাঁর
হারিয়ে গেছে সেই ঝুলিটা
গল্প ঠাকুমার


মা ও যে আজ আর গায় না
ঘুমপাড়ানি গান
খোকার উপর মায়ের আমার
ভীষণ অভিমান
খোকা ও যে তার দেয়নি সাড়া
একলা মায়ের ডাকে
ব্যাস্ত খোকার হয়নি সময়
অনেক কাজের ফাঁকে


মা আছে আজ চাঁদের দেশে
অনেক আলোর মাঝে
আমায় দেখে আজ আকাশের
ছোট্ট তারা ও হাসে


একলা খোকা রাত জেগে আজ
মাকে খোঁজে রোজ
তারার কাছেই প্রশ্ন করে
বল না আমায় কোথায় গেলে
পাবো মায়ের খোঁজ?