নতুন বছর আসবে আসুক
আমার তাতে কি?
আমার কাছে সবটাই যে
পান্তা ভাতে ঘি


নতুন বছর নানা ব্যঞ্জন
হরেক রকম পদে
কাটাও সেদিন অনেক রকম আমোদে আহ্লাদে
আমার ঘরে ভীষণ অভাব, আমার মনে ভয়
ক্ষিদের জ্বালায় আমার যে পেট খালিই পরে রয়


নতুন বছর তোমার মজা
আমার তাতে কি
তোমার গায়ে গরম জামা
আমি ঠান্ডায় কাঁপছি


নতুন বছর আলোর সাজে
তোমার উদ্যম নাচ
আমি তখন খালি পেটে
জায়গাটা ফুটপাথ


নতুন বছর হরেক রঙে
তোমার জীবন আঁকা
আমার স্বপ্ন পথের ধুলায়
আমার জীবন ফাঁকা


তোমার হাতে রঙিন গ্লাস আর
আমার ফুটের জল
তোমার বেলায় বিসলারি আর
আমার পথের ময়লা কল


এমন অনেক নতুন বছর
আসবে আবার যাবে
গরীব আমি একটা জামা
এক মুঠো ভাত পেলেই আমার হবে