অবুঝ মন


চলার পথে হঠাৎ দেখা
বললে সেদিন আমিও একা
মিলতে পারে শেষটা পথের একসাথে।


একলা এই মন বুঝেও অবুঝ
মিথ্যে আশায় ভাসিয়ে এ বুক
করলো শুরু পথ মেলানোর বিশ্বাসে।


কাটলো সময় বেশ কিছুদিন
আসবে সময় অনেক ভালোর আশ্বাসে
সঙ্গহীনা একলা জীবন তোমায় পেয়ে স্বপ্নে মগণ
ভাসছে শুধুই সব পাওয়ারই দূর দেশে।


বললে যেদিন বাড়িয়ে দুহাত
থাকবো পাশে থাক সংঘাত
হাঁটবো দুজন অচীন পথের সন্ধানে।


দুচোখে যার স্বপ্ন অপার
দেখছে স্বপন ঘর বাঁধাবার
বাঁধচ্ছে যে ঘর স্বপ্নগুলো
ভাঙ্গা বুকের খাঁজটাতে।


অবুঝ এই মন জানতো কি আর
স্বপ্ন শুধুই স্বপ্ন দেখার
হয় না যে মিল অন্তমিলের শেষটাতে।