খুললে কাপড় হয় না বেশ্যা!
তাঁকে সমাজ তৈরী করে!!
বিত্তবানরা খুললে কাপড় হিরোইন সভাঘরে!
সমাজের সামনে যে পুরুষ বেশ্যা ঘেন্না করে!!
তাঁকেই গিয়ে জড়িয়ে ধরে রাতের অন্ধকারে!
আবেগ দিয়ে খুললে কাপড় বান্ধবী হয় সে!!
অভাবে যে খুলল কাপড় মাগি তো হয় সে!
যে মেয়েটা বাবার ভয়ে চুপটি করে রয়!!
সেই মেয়েটা ও অন্ধকারে বাঁশ বাগানে যায়!
ভীষন ভালো মায়ের ছেলে প্রেমে সে ও পড়ে!!
বিবাহিত কেউ পড়লে প্রেমে সেটা ও প্রেমের জোড়ে
বান্ধবী, বেশ্যা নাকি হিরোইন তুমি?
বুজবে টাকার অঙ্ক ধরে!
ধর্ষিতা যে হয় ধর্ষণ নিজের অনিচ্ছাতে!!
সমাজ তাঁকেই সরিয়ে রাখে অনেক ঘেন্নাতে!
ধর্ষক যে ধর্ষক কিনা?সেতো বিচারাধীন!!
ধর্ষিতা? সেই তো আসল অপরাধী !
তাই কাঁদছে রাত্রি দিন!!
বেঁচলো শরীর যে মেয়েটা কঠিন জঠর জ্বালায়!!
সমাজ শুধু তাঁকেই সরিয়ে রাখে অনেক অবহেলায়!
আজকে যাদের বেশ্যা বলে করছো শুধুই ঘেন্না!!
সমাজই তাঁদের তৈরী করে এটা তাঁদের ভুল না!!
এটাই নিয়ম এই সমাজের এই সমাজের দৃশ্য!
কাপড়টা তো সবাই খোলে কথা সেটা নয়!
ধরনটাই যে শেষ কথা যেন সেটুক মনে রয়!!