দিক বিদিক শূন্য, পাকরাও পাকরি খেলা
কাম- কাজ ভুলে হাবি- জাবি লিখছি সারাবেলা।


মড়ক ব্যাধির প্রকোপে আজ জর্জরিত বৈশ্বিক সমাজ,
থাকতে হবে ঘরে শুধু, এই হল প্রধান কাজ।


মানুষরূপী ভগবান যারা,দাড়িয়ে আছে দেওয়াল হয়ে,
সেপাইরা পাহারা দিচ্ছে,থামাতে গণিত যোমালয়ে।


বাসা হতে কর্ম যারা করছে তাদের দফতরির,
তাদের ভাষায় বললে হবে," এ- তো পুরো জমে খীর।"


গরীব দুঃখীর পাশে আছি, বলছে সরকার বলছে মন্ত্রী,
সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে,কেউবা লাইভ কেউবা সেলফি।


মধ্যবিত্তের কথা বললে, এরা আবার কোন প্রজাতি?
দৃষ্টিগোচর হচ্ছে যারা,দেখছে স্বপ্ন মুক্ত প্রভাতির।


আমি তো ছাই মানুষ এক,নেই অসুবিধে চা পানির,
শুনছি নাকি বেজাই স্বাদ ট্রেন্ডে আসা ডালগোনা কফির।