চারিদিকে কেন এতো বাঁধন---
লকডাউনে ফুলের নেই মন?


পরে গেলে এই ফুলের সৌন্দর্য মুছে যাবে চিরন্তন--
বাঁধনে সুরক্ষিত এই জীবন,,
লাগাম ছাড়া করলেই মহামারী করবে আক্রমণ।।


ঘরে বসেই ফুলচর্চা উপভোগ্য জীবন,
মহামারী নিপাত যাক,বেঁচে থাক প্রাণ।


প্রকৃতি করছে উপহাস,
নিচ্ছে বদলা দূষিত মনুষত্বের।


বদলে যাচ্ছে সময়,
বদলাচ্ছে প্রকৃতির নিয়ম।


ঘুরছে চাকা,তাই--
মানবজাতি আজ ঘরে বন্দী।


ফুলে ফেঁপে উঠেছে আকাশ,
দূষণ মুক্ত হচ্ছে পৃথিবী।


পশু পাখিরা নিচ্ছে স্বস্তির নিঃশ্বাস,
এই বুঝি তাদের মুক্তি।।