পথ ভোলা এক পথিক আমি,
পথ ভুলে দিশেহারা।
নতুন আলোর সন্ধানে ঘুরে ফিরি হেথাই সেথাই,,
অতৃপ্ত প্রত্যাখ্যানের ভিড়ে মূর্ছা গেছে লড়াই করার সাহস।
ক্রমশ ইচ্ছাশক্তির অবনতি ঘটছে,
ধাপে ধাপে গড়ে তোলা স্বপ্নের বাঁধ ভাঙার শব্দ তাড়া করে যাচ্ছে সমানে।
হমমমম,,, লোকে বলে, "কষ্ট করলে কেষ্ট মিলে",,
অবশ্য সেই কষ্টের মাপখাঠির হিসেব কেও আর দিতে পারেনি।
আমি এক অসুখে জর্জরিত,
যেখানে বহুতল ভবনের আড়ালে ঢেকে গেছে রশ্মির পথ,
এখানে নেই কোনো স্বপ্নলোকের চাবি,
সেই অন্ধকারেই থেমে গেছে আমার এগিয়ে চলার পথ।
যদি কোনো শরৎ রাতে জোছনার আলোয় আলোকিত করে তোলে আমার আকাশ,
সেই আশায় নাহয় নিজের সাথেই হোক আরেকটু অভিনয়,
রঙতুলি নিয়ে নতুন করে গড়বো স্বপ্নলোকের বাঁধ।